জাতীয়
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে

করোনা পরি’স্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ ছুটি বাড়ানো হতে পারে বলে জানা গেছে। আগামীকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলোচনা করে ছুটি বাড়ানোর সি’দ্ধান্ত নেবে বলে জানা গেছে।






দেশে করোনা ভাইরাসের প্রকো’পের কারণে গত মা’র্চের মাঝামাঝি সময় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ব’ন্ধ রাখা হয়েছে। কয়েক দফায় ছুটি বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে আগে। অনির্ধারিত ছুটি পুষিয়ে নিতে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মা’দরাসা শিক্ষার্থীদের জন্য সংসদ টেলিভিশনে ক্লাস কার্যক্রম শুরু করা হয়েছে।






বর্তমানে করোনা মহা’মা’রি ক’ঠিন আকারে ধা’রণ করেছে। প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষ ভাইরাসে আ’ক্রা’ন্ত হচ্ছেন। তার স”ঙ্গে প্রায় দিনই ৪০ জনের বেশি মানুষ প্রাণ হা’রাচ্ছেন। এসব বি’ষয় আমলে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বৃ’দ্ধি করার সি’দ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়।