বিনোদন

শাকিবের সঙ্গে ছবি পোস্ট করে যা জানালেন মিতু

চিত্রনায়ক শাকিব খানের হাত ধরে বড় পর্দায় পথচলা শুরু করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জাহারা মিতু। দীর্ঘ বিরতির পর ঢাকার অদূরে গাজীপুরের একটি রিসোর্টে শুরু হয়েছে তাদের প্রথম সিনেমা ‘আ’গুন’-এর শুটিং।

টানা দৃশ্যধারণ শেষ করে দ্রুত সিনেমাটি মুক্তি দিতে চান, এমনটাই জানিয়েছেন পরিচালক বদিউল আলম। গত কয়েক দিন ধরেই শাকিব-মিতুর শুটিং নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনে সিলমোহর দিলেন নায়িকা। শাকিবের সঙ্গে শুটিংয়ের সময় তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মিতু।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মে’য়েটির নাম সুইটি। যাকে আমি ধারণ করছি গত দুইটি বছর।’ সঙ্গে যু’ক্ত করেছেন ভালোবাসার ইমোজি। নায়িকার সেই পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

মিতু আগেই জানিয়েছিলেন, টাকা কামানোর জন্য তিনি মিডিয়াতে আসেননি। গদবাধা কাজ না করে খুব বেছে বেছে কাজ করতে চান।

তার ভাষ্যমতে, এখন পর্যন্ত আমা’র জীবনে কোনো কাজে আমি হারিনি। প্রতিটা কাজে সফল হয়েছি। অনেকে বলে না, প্রত্যেক মানুষের জীবনে একটা স্ট্রাগল পিরিয়ড থাকে, আমা’র জীবনে তা ছিল না। আমি যখন নাট’কে অ’ভিনয় করেছি, প্রচুর নাট’কের প্রস্তাব পেয়েছি। উপস্থাপনায় যখন ছিলাম, তখন অনেক উপস্থাপনার প্রস্তাব পেতাম। তেমনি সিনেমা’র প্রস্তাবও প্রচুর পেয়েছি।

কিন্তু আমি তা গ্রহণ করিনি। টাকা কামানোর জন্য মিডিয়াতে আসিনি। টাকার চিন্তা করলে আরও অনেক কিছুই করতে পারতাম। সম্মান ও মানুষের ভালোবাসা পেতে আমি এই অঙ্গনে কাজ করতে এসেছি। সবার সেই ভালোবাসা আমি টেরও পাচ্ছি। এই ভালোবাসা আমা’র দায়িত্বও বাড়িয়ে দিয়েছে।

Close