বিনোদন
শাকিব বুবলীকে বিয়ে করে দোষটা কী’ করেছে : ইলিয়াস কাঞ্চন

অনেক দিন চুপ থাকার পর এবার শাকিব খান আর বুবলির বিতর্কে মুখ খুললেন এফডিসি সভাপতি ইলিয়াস কাঞ্চন। গত ২৭ সেপ্টেম্বর সোশ্যালে ঢাকাই সিনেমা’র জনপ্রিয় অ’ভিনেত্রী শবনম বুবলী বেবি বাম্পের ছবি পোস্ট করেন। এরপর শুরু হয় হইচই।






কয়েকদিন পর আড়াই বছর বয়সী ছে’লের ছবি পোস্ট করে সন্তানের পিতৃ পরিচয় তুলে ধরেন নায়িকা। জানান, ছে’লে শেহ’জাদ খান বীরের বাবা ঢালিউড সুপারস্টার শাকিব খান। নায়কও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে প্রকাশ্যে আনেন ছে’লেকে।






এর আগে অ’পু বিশ্বা’স আর শাকিব খানের ছে’লের জন্ম’দিনের পোস্ট করেন শাকিব খান। আর সেই পোস্টের রেশ কাটতে না কাটতেই বুবলী নিজের বেবি বাম্পের ছবি ফেসবুকে পোস্ট করলে শুরু হয় সমালোচনার ঝড়।
বুবলী এবং শাকিব খানের বিয়ে প্রসংগে ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, ‘কেউ যদি অসামাজিক কাজ করে তার বি’রুদ্ধে কেউ কথা বলেনা। কিন্তু শাকিব বিয়ে করেছে বলে সব মানুষ তার পিছে লাগছে। একটা মানুষ যদি পছন্দের মানুষ থাকতে পারে । সে যদি তাকে বিয়ে করে তাহলে তো দোষের কিছু নেই”।






এসময় তিনি আরও যোগ করেন,‘ শাকিব দোষটা কী’ করেছে? যাকে বিয়ে করেছে সে যদি রাজি থাকে তাহলে অ’সুবিধা তো নেই। তার সাথে সে অ’বৈধ কিছু করছে না। তাহলে সমস্যা কই। বিয়ে করলেই তো বাচ্চা হবে, লিগ্যাল বাচ্চা হবে। বিয়ে করে বাচ্চা হইলে সমস্যা কই’?






প্রথমে ঢালিউড ক্যুইন অ’পু বিশ্বা’সকে বিবাহ বিচ্ছেদের পর বুবলীকে বিয়ে, ছে’লে শেহ’জাদ খান বীরকে আড়ালে রাখা, কবে বিয়ে হয়েছে শাকিব-বুবলীরসহ নানা প্রশ্ন উঠতে থাকে সোশ্যালে। কেউ কেউ অ’ভিনেতার পাশে দাঁড়ালেও সমালোচনাও করেছেন অনেকে। পরপর দুবার দুই সহকর্মীকে গো’পনে বিয়ে ও সন্তানের বিষয় আড়ালে রাখায় তীব্র সমালোচনার মুখেও পড়েন শাকিব খান।
প্রসঙ্গত, বুবলীকে বিয়ের আগে ২০০৮ সালে অ’পু বিশ্বা’সকে বিয়ে করেছিলেন শাকিব খান। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় একমাত্র ছে’লের জন্ম হয়। কিন্তু পরবর্তীতে বিয়ের খবর এভাবে প্রকাশ্যে আনায় বিপাকে পড়েন ঢালিউড ক্যুইন।
শাকিব খান ২০১৭ সালের ২২ নভেম্বর