খেলাধুলা

শূন্য রানে বিদায় সাকিবের ! মন্তব্য?

জিতলে সেমিফাইনাল এমন সমীকরণে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক সাকিবের কাছে অনেক আশা থাকলেও সবাইকে হতাশ করে শূন্য রানে এলবিওডাব্লিউ’র ফাদে পড়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি।

এর আগে, শুরুটা দারুণ করলেও শাহিন আফ্রিদির বলে পয়েন্টে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন দাস। ৮ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন তিনি।

পরে শান্ত-সৌম্যের ব্যাটে ভালোই খেলতে থাকে টাইগাররা। ৪৫ বলে এই জুটি অর্ধশতক রানে পৌঁছে যায়। কিন্তু শাদাব খানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান সৌম্য। ১ ছক্কা ও ১ চারে ১৭ বলে ২০ রান করে আউট হন তিনি।

জিতলেই সেমিফাইনাল এমন সমীকরণে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। প্রথমবারের মতো এই আসরে মাঠে নেমেছেন এবাদত হোসেন, নাসুম আহমেদ। ইয়াসির আলী রাব্বী, হাসান মাহমুদ, শরীফুল বাদ পড়েছেন। দলে ঢুকেছেন সৌম্য সরকার।

Close