বিনোদন
খেলায় হেরে গেলেন রাজ, গোল করে জিতে গেলেন পরীমণি

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্বামী শরিফুল রাজকে নিয়ে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হকি টুর্নামেন্টের ম্যাচ দেখতে যান পরীমণি।
তবে যাওয়ার পর ঘটল ভিন্ন ঘটনা। শুধু খেলা দেখলেনই না। মাঠে নেমে খেলতেও দেখা গেল রাজ-পরীকে।
হকি খেলা চলাকালীন এক সময়ে মজার ছলেই পরী হকিস্টিক হাতে মাঠে নামেন। এ সময় আয়োজকরা খালি পোস্টে তাকে গোল করার সুযোগ করে দেন। প্রাপ্ত সুযোগটি ভালোভাবেই কাজে লাগান পরী। পোস্টে দুটি বল মেরে একটিকে গোলে রূপান্তর করেন তিনি।
গোলটি করে উল্লাসেও ফেটে পড়েন বড় পর্দার এই তারকা। এ সময় অভিনেতা শরিফুল রাজও নেন দুটি শর্ট। তবে তিনি যেন নায়িকা স্ত্রীকে জেতাতেই খেলেছিলেন! রাজ পরীর চেয়ে আরও দূরত্বে গিয়ে শর্ট নেন।
দুবার বল মারলেও লক্ষ ভেদ করতে পারেননি ‘পরাণ’ খ্যাত এই অভিনেতা। ফলে পরীর কালে ১-০ গোলে হেরে যান রাজ! স্ত্রীকে জিতিয়ে তার এই পরাজয়েও ছিলো জয়ের হাসি।
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ’ টুর্নামেন্টকে আরও জমজমাট করতেই শোবিজ তারকাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। তারই অংশ হিসেবে এদিন মাঠে হাজির হন রাজ-পরী।