খেলাধুলা

পাকিস্তানের জয়ে সুবিধা হলো বাংলাদেশের; সহজ হলো সেমির সমীকরণ!

সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিয়েছে পাকিস্তান। এতে করে এখনো সেমিফাইনালে যাওয়ার রেসে রইলো তারা।

সেই সঙ্গে সুযোগ রয়েছে বাংলাদেশেরও। এদিকে প্রোটিয়াদের হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যান ইন গ্রিনরা। বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট এক হলেও রান রেটে এগিয়ে থেকে টাইগারদের টপকায় তারা।

গ্রুপ-২ তে সবারই চারটি করে ম্যাচ শেষ হয়েছে। টেবিলে টপার হিসেবে শীর্ষে রয়েছে ভারত। তাদের পয়েন্ট ৬। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তান। এরপরেই অবস্থান বাংলাদেশের। এই গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ভারতের শেষ ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে।

আগামী ৬ নভেম্বর গ্রুপ-২ এর তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সুপার সানডেতে সকাল ৬টায় অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সকাল ১০টায় একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান এবং দুপুর ২টায় মেলবোর্নে ভারত মুখোমুখি হবে জিম্বাবুয়ের।

Close