খেলাধুলা
সাকিবকে ‘ফালতু কথা’ বন্ধ করতে বললেন শেবাগ

ভারতের বিপক্ষে বাংলাদেশের ৫ রানের হারের পর এখনও আলোচনা চলছেই। কারণ এই ম্যাচটিতে দুই দলের জন্যই সবচেয়ে বড় বাঁধা হয়ে দাড়িয়েছিল বৃষ্টি।
অনেকেই মনে করছেন, বৃষ্টির বাধা না এলে বাংলাদেশ ম্যাচই জিততে পারতো। তবে তার উল্টো মত ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগের। তিনি বলছেন, বৃষ্টি একরকম বাঁচিয়েই দিয়েছে বাংলাদেশকে। এটা না হলে হারের ব্যবধান হতো আরও বড়।
শুধু তাই নয়, ভারতীয় এই সাবেক ক্রিকেটার প্রশ্ন তুলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের দায়িত্ব নিয়েই। ১৫১ রানের টার্গেটে বাংলাদেশি ব্যাটাররা উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। মাঝের ওভারগুলোতে সাকিব, আফিফ, ইয়াসিররা বুদ্ধি করে খেলতে পারেননি। শেবাগ মনে করছেন, অন্ততপক্ষে সাকিবের উচিত ছিল পরিস্থিতি বুঝে খেলা।
ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান স্পষ্ট বলেছিলেন, ভারতকে হারাতে পারলে সেটা হবে অঘটন। তার এমন মন্তব্যও পছন্দ হয়নি শেবাগের। ম্যাচ হারের পেছনেও সাকিবের দায় দেখছেন শেবাগ। তিনি বলছেন, অভিজ্ঞতা কাজে লাগিয়ে শেষ অবধি থাকা দরকার ছিল তার। যেখানে তিনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।’
শেবাগ বলেন, ‘অধিনায়ককে দায়িত্ব নিতে হয়। শান্ত আউট হয়ে গেছে, সাকিবও ওই একই ওভারে আউট হলো। তারা দ্রুত তিন উইকেট হারিয়েছে, যদি এখানে একটা জুটিও হতো…এটা এমনও না যে টি-টোয়েন্টিতে আপনার ৫০ রানের জুটি লাগবে। ১০ বলে ২০ রানের জুটি হলেই খেলা বদলে যেতো।’
ভারতের সাবেক ওপেনার বলেন, ‘আমার মনে হয় অধিনায়ক একটা ব্যাপার মিসও করেছে। তার অভিজ্ঞতা ছিল, দায়িত্ব নিয়ে শেষ অবধি খেলার দরকার ছিল কোহলির মতো। দলকে উদ্ধার করতে না পারলে ফালতু কথা বলা বন্ধ করা দরকার।’
শেবাগ আরও বলেন, ‘সবকিছুই মরার আগে ওড়ে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে (পাওয়ার প্লেতে)। সব প্রদীপই একসময় নিভে যায়। আর এটাই হয়েছে। তারা চার রানে (আসলে পাঁচ) জিতেছে শুধুমাত্র বৃষ্টির কারণে, নয়তো ৪০ রানে হারতো। ’