বিনোদন

কোনো ভুল ত্রুটির মাঝে থাকতে চাই না: অপু বিশ্বাস

চিত্রনায়িকা হিসাবেই পরিচিত ও জনপ্রিয় অপু বিশ্বাস। এক যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয় করছেন। মা হওয়ার কারণে কিছু সময় অভিনয়ে বিরতির পর আবারও সক্রিয় হয়েছেন এ মাধ্যমে।

অভিনয়ের পাশাপাশি একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন এ চিত্রনায়িকা। ‘অপু জয়’ নামের সেই প্রতিষ্ঠান থেকে সম্প্রতি প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেছেন তিনি।

সরকারি অনুদানে নির্মিতব্য ‘লাল শাড়ি’ নামের একটি সিনেমার সহপ্রযোজক তিনি। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এরইমধ্যে সিনেমাটির মহরতও সম্পন্ন করেছেন এ চিত্রনায়িকা।

এ সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস নিজেই। নায়ক হিসাবে কাস্ট করেছেন সাইমন সাদিককে। মহরতের সময় জানিয়েছেন নভেম্বরের শুরুতে সিনেমাটির শুটিং শুরু করবেন। এবার দিনক্ষণ ঠিক হলো।

আগামী ২ নভেম্বর ক্যামেরা ওপেন হচ্ছে লাল শাড়ির। গান নিয়েই নিজের প্রযোজিত প্রথম সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে টাঙ্গাইলে আগামী ২ নভেম্বর শুরু হচ্ছে লাল শাড়ির শুটিং। প্রথমেই আমরা একটি গানের দৃশ্যায়ন দিয়ে সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। এরপর সিকোয়েন্সের কাজ করব।

ইচ্ছা আছে পুরো সিনেমার কাজ শেষ করে ঢাকায় ফেরার। বাকিটা প্রকৃতি এবং আনুষঙ্গিক অন্যান্য সবকিছুর উপর নির্ভর করছে। আমার পুরো টিম আমাকে ভীষণ সহযোগিতা করছে। কোনো ভুল ত্রুটির মাঝে থাকতে চাই না।’

Close