খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন সিকান্দার রাজা

পাকিস্তানকে এক রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-২ এর খেলা ভালোভাবেই জমিয়ে দিয়েছে জিম্বাবুয়ে।

পরের ম্যাচে দলটির প্রতিপক্ষ বাংলাদেশ। সাকিব আল হাসানের দলের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান সিকান্দার রাজা।

প্রথম পর্ব পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয় জিম্বাবুয়ে। এই পর্বে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া ছাড়াও একটি ম্যাচ খেলেছে তারা। সাউথ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

বাংলাদেশের বিপক্ষে জিততে পারলে সেমিফাইনালে যাওয়া অনেকটাই সহজ হবে জিম্বাবুয়ের জন্য। কেননা মূলপর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও ভারত। শক্তিশালী ভারতকে হারাতে না পারলেও এরপর যদি নেদারল্যান্ডসকে হারাতে পারে জিম্বাবুয়ে, তাহলে ভারত ছাড়া অন্য দলগুলোর চেয়ে খানিকটা এগিয়েই থাকবে তারা।

অবশ্য এরপরেও দলটির সেমিফাইনালে খেলা নির্ভর করবে গ্রুপের বাকি দলগুলোর পারফরম্যান্সের ওপর। এসব সমীকরণ ভালোভাবেই জানা আছে রাজার। আপাতত একটি করে ম্যাচ নিয়ে ভাবতে চান তিনি। নজর রাখছেন বাংলাদেশ বধের দিকেই।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর রাজা বলেন, ‘জিম্বাবুয়ের এখানে কিছু অর্জন করার সুযোগ আছে। আমি সেমিফাইনাল নিয়ে এখনই চিন্তাভাবনা করছি না। আমরা একটি একটি ম্যাচ খেলে এগিয়ে যাচ্ছি। এখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে নজর দিচ্ছি এবং এখানে জিততে চাই।’

‘আমরা একটি করে ম্যাচ নিয়ে ভাবছি ঠিকই, তবে আমরা গ্রুপের যেকোনো দলকেই হারিয়ে দিতে পারি। মূল কথা হচ্ছে, যে দল ভালো ক্রিকেট খেলবে সেই জিতবে। আপনি জানেন না জিম্বাবুয়ে কীভাবে শেষ করবে।’

Close