বিনোদন

বুবলীকে নিয়ে বান্দরবানে সাইমন

বুবলীকে নিয়ে বান্দরবানে গিয়েছেন সাইমন সাদিক। তবে চমকে যাওয়ার কিছু নেই।

তারা মূলত ‘চাদর’ সিনেমার শুটিংয়ের জন্য শনিবার (২২ অক্টোবর) বিকেলের ফ্লাইটে চট্টগ্রাম গিয়েছেন। সেখান থেকে তারা বান্দরবানে যাবেন। জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রযোজনায় গুণী নির্মাতা জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘চাদর’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাইমন ও বুবলী।

ছবিটির গানের শুটিংয়ে অংশ নিতেই সাইমন, বুবলী ও নির্মাতাসহ পুরো টিম বান্দরবানে যাচ্ছেন। সেখানের বিভিন্ন লোকেশনে টানা শুটিং শেষে আগামী ২৫ অক্টোবর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। ছবিতে সাইমন-বুবলী ছাড়াও অভিনয় করছেন মনিরা মিঠু ও রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।

উল্লেখ্য, চাদর ছবির জন্য এফডিসিকে ৭০ লাখ টাকা অনুদান দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে এই ছবির বাজেট প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। বাকি টাকা বিভিন্ন স্পনসরের কাছ থেকে সংগ্রহ করেছে এফডিসি।

Close