জাতীয়
সারা দেশে বিএনপির বিক্ষোভ বৃহস্পতিবার

আগামীকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি করবে বিএনপি। দেশব্যাপী ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেপ্তার, জামিন বাতিল করে নেতা কর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে তারা এ বিক্ষোভ করবে।
মঙ্গলবার (১৮ অক্টোবর)বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়। তবে এই কর্মসূচি খুলনা মহানগর ও খুলনা বিভাগের জেলা সমূহের জন্য প্রযোজ্য হবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বিএনপির চলমান বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা, গ্রেপ্তার, জামিন বাতিলের ঘটনা ঘটছে। এর প্রতিবাদ স্বরুপ এই কর্মসূচি হাতে নিয়েছে দলটি।