খেলাধুলা
সময় খারাপ যাচ্ছে, দাবি টাইগার ক্রিকেটারের

টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ খারাপ সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। একের পর এক হার বাংলাদেশ দলের আত্মবিশ্বাস ঠেলে দিচ্ছে একদম তলানিতে। অবস্থা এতটাই করুণ যে, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়া’ইটা পর্যন্ত করতে পারছে না বাংলাদেশ।
ব্রিসবেনে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ পুরো ২০ ওভার ব্যাটিং করেও একশ রান স্পর্শ করতে পারেনি। থেমেছে মাত্র ৯৮ রানে। হারিয়েছে ৯ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে হেরেছে ৬২ রানের বড় ব্যবধানে। এমন হারের পর বাংলাদেশ দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন অকপটে শি’কার করে নিয়েছেন, ‘সময়টা বেশ খারাপ যাচ্ছে পুরো দলেরই।’
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে অস্ট্রেলিয়ায় অবস্থান করা বাংলাদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মোসাদ্দেক। যেখানে এই ক্রিকেটার বলেন, ‘শেষ যে সিরিজ (ত্রিদেশীয়) খেলেছি সেখানেও আমরা জিততে পারিনি.. এখানকার প্রস্তুতিমূলক ম্যাচও আমরা জিততে পারিনি। হারতে থাকলে অনেক কিছুই বের হয়ে আসে। অনেক সমস্যা দেখা যায়।
আমরা দল হিসেবে ভালো খেলতে পারছি না। আসলে আমাদের সময়টা ভালো যাচ্ছে না। এই মুহূর্তে আমাদের ক্রিকেটারদের, কোচিং স্টাফ এবং ক্রিকেট সমর্থক সকলের একসঙ্গে থাকা উচিত। একসঙ্গে থাকলে আমরা দল হিসেবে ভালো করা শুরু করলে তখন অনেক ভালো করতে পারব।
তবে ইতিবাচক চিন্তা করলে আফগানিস্তান ম্যাচে তেমন কিছু না থাকুক ত্রিদেশীয় সিরিজে আমাদের জন্য ছিল। আমরা দল হিসেবে উন্নতিও করছি।’
তবে রান তাড়া করতে গিয়ে ২০ রানের মধ্যে ৩-৪ উইকেট হারিয়ে ফেললে জয় পাওয়া কঠিন বলেই দাবি করেছেন মোসাদ্দেক। আর আফগানিস্তানের বিপক্ষে ১৬১ রান তাড়া করতে গিয়ে তো ২৬ রানের মধ্যে বাংলাদেশের অর্ধেক ব্যাটসম্যানই প্যাভিলিয়নে ফিরে গেছেন।
এই বিষয়ে মোসাদ্দেক বলেন, ‘টি-টোয়েন্টিতে যদি ২০ রানের মধ্যে ৪ উইকেট পড়ে যায় তাহলে ১২০ রান তাড়া করাটাও কষ্টকর।
তবে আমাদের ১৬০ রান চেজ করতেই হবে। সেটা অস্ট্রেলিয়ায় হোক কিংবা বাংলাদেশেই হোক। সেক্ষেত্রে ক্রিকেটার হিসেবে আমি বলতে পারি, এসব ক্ষেত্রে ২০ রানের মধ্যে ৩-৪ উইকেট পড়ে গেলে এখান থেকে ব্যাক করা খুবই কঠিন। সেটা যেকোনো দলের জন্যই কঠিন।’