খেলাধুলা

তামিম ১৯, জয় ১১, মমিনুল ১৩, এ যেন ব্যাটসম্যানদের জ’গাখিচুড়ি অবস্থা

বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে এমন অবস্থা যেন ব্যাটসম্যান নেই। হোক সেটি জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট লিগ। কোথাও রান পাচ্ছে না জাতীয় দলের ব্যাটসম্যানরা। বাংলাদেশ টি-টোয়েন্টি দল যখন অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত তখন ঘরের মাঠে জাতীয় ক্রিকেট খেলতে ব্যস্ত তামিম, মুশফিক, মমিনুল হকরা।

কিন্তু জাতীয় দলের মতো ঘরোয়া ক্রিকেটে লীগ ও রানের খরায় ভুগছে ব্যাটসম্যানরা। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডে হতাশ করেছে ব্যাটসম্যানরা; আজ থেকে শুরু হয়েছে জাতীয় ক্রিকেটে লীগের দ্বিতীয় রাউন্ড। যেখানে বোলার মত বরিশাল বিভাগের অধিনায়ক ফজলে মাহমুদ ৬৩ এবং সালমান হোসেন ৭৯ রান করেছেন।

খুলনা বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করেছে বরিশাল বিভাগ। আরেক ম্যাচে রংপুর বিভাগের কাছে মাত্র ১২৬ রানে অলআউট হয়েছে তারকা খচিতদল চট্টগ্রাম বিভাগ।

যেখানে তামিম ইকবাল ১৯, মাহমুদুল হাসান জয় ১১, মমিনুল হক ১৩, ইরফান শুকুর ১২, শামীম হোসেন পাটোয়ারী ০, নাঈম হাসান ১২ আর কি বলবো। জবাবে প্রথম ইনিংসে দুই উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে রংপুর বিভাগ।

দিনের আরেক ম্যাচে সিলেট বিভাগের কাছে মাত্র ১২৮ রানে অলআউট হয়েছে ঢাকা বিভাগ। আব্দুল মাজিদ ১২, সাইফ হাসান ১২, রনি তালুকদার ৩৭ রান করেছেন। জবাবে দুই উইকেটে ৫৯ রান সংগ্রহ করেছে সিলেট বিভাগ।

দিনের আরেক খেলায় রাজশাহী বিভাগের কাছে মাত্র ১৩৪ রানে অলআউট হয়েছে ঢাকা মেট্রো। সাদমান ইসলাম ১ অধিনায়ক মোহাম্মদ নাঈম ১০ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন আবু হায়দার রনি। জবাবের জুনায়েদ সিদ্দিকের ৩২ এবং তৌহিদের হৃদয়ের ২৬ রানে ২ উইকেট হারিয়ে ৭২ দল সংগ্রহ করেছে রাজশাহী বিভাগ। এখনো ব্যাটিংয়ে নামেননি মুশফিকুর রহিম।

Close