বিনোদন

উর্মিলার বিউটি পার্লার উদ্বোধন করবেন শাকিব

ঢাকাই সিনেমা’র সমালোচিত নায়ক শাকিব খান। নানান আলোচনা সমালোচনা পেছনে ফেলে আবারও কাজে ফিরতে যাচ্ছেন শিগগিরই। এবার একটি বিউটি পার্লার উদ্বোধন করবেন এই অ’ভিনেতা। বিউটি পার্লারটি করেছেন জনপ্রিয় অ’ভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। বিষয়টি নিশ্চিত করেছেন উর্মিলা নিজেই।

বর্তমানে এই অ’ভিনেত্রী অবস্থান করছেন ভা’রতের চেন্নাইয়ে।সেখান থেকেই আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে তিনি গনমাধ্যমে বলেন, শাকিব ভাইয়া আমাদের এই পার্লার ও লেজার ক্লিনিকটা উদ্বোধন করতে রাজি হয়েছেন। তিনি শুক্রবার আসবেন।জানা গেছে, উইমেন্স ক্লাব নামে এটি এতোদিন ধরে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি এটিকে অনেকটাই পুরোপুরি পরিবর্তন করা হয়েছে.. এটি গ্লোম্যাক্স নামে যাত্রা শুরু করছে।

উর্মিলা জানান, আসলে উইমেন্স ক্লাব নাম থাকায় অনেকেই কনফিউজড হয়ে যেত। মনে করতো এটা শুধুই মে’য়েদের। , কিন্তু এর লেজার সেকশন ছে’লে ও মে’য়ে উভ’য়ের। যার ফলে নতুন নামে, নতুনভাবে আমাদের যাত্রা শুরু হচ্ছে। এখানে আমা’র সঙ্গে উর্মি জিনু ও বিউটি আক্তার নামে আরো দুজন পার্টনার আছে। তিনি আরো বলেন, ‘আমি ছোট বেলা থেকেই সাজতে অনেক পছন্দ করি। বিউটি পার্লারগুলোতে গিয়ে আমা’র মনে হয় এই সেক্টরে কাজের অনেক সুযোগ আছে। তাই নতুনভাবে আবারও পার্লারটি শুরু করলাম। এখানে ছে’লে ও মে’য়েরা কাজ করাতে পারবে। মে’য়েদের জন্য ভালো ভালো বিউটি এক্সপার্ট থাকবে আর ছে’লেদের লেজার ট্রিটমেন্ট করানো জন্য ভালো ভালো ডাক্তার থাকবে। আশা করি ভালো কিছু হবে।’

উল্লেখ্য, উর্মিলা শ্রাবন্তী কর লাক্স তারকা থেকে অ’ভিনয়ে আসেন। এখন তিনি অ’ভিনয় শিল্পী সংঘের দায়িত্বশীল পদেও রয়েছেন। উর্মিলা মাকে নিয়ে ভা’রতের চেন্নাইয়ে চিকিৎসার জন্য গিয়েছেন।

Close