জাতীয়

নবীজির দেখানো পথে আমাদের চলতে হবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী’ বলেছেন, ‘মুহাম্মাদ (সা.)-এর দেখানো পথে চলতে হবে। নইলে এসব ঝামেলা থেকে মুক্তি পাবো না। পরকালে হাশরের ময়দানে কৈফিয়ত দিতে পারব না।’ সোমবার (১৭ অক্টোবর) ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত ‘হযরত মুহাম্ম’দ (সা.) ও মানবিক বিশ্ব’ শীর্ষক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অ’তিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

হাসান ফয়েজ সিদ্দিকী’ বলেন, মানবতার কথা বললে আম’রা রাসুল (সা.) কে ভুলে যাই। আম’রা প্রতিদিন নামাজে সূরা ফাতেহা বাধ্যতামূলকভাবে পড়ি.. যেখানে একটি আয়াত আছে, সে আয়াতের সরল অর্থ হলো- আল্লাহ আমাদের সহ’জ পথ দেখান। আম’রা জানি সহ’জ-সরল পথ কোনটা।

সেই সহ’জ-সরল পথ হলো যেটা আমাদের রসুল (সা.) দেখিয়ে গেছেন। সে পথটার কথা আম’রা জানি। কোনো সহায়-সম্পত্তি তাকে আকৃষ্ট করেনি।

সহ’জ পথ স’ম্পর্কে প্রধান বিচারপতি বলেন, যে পথে সম্পদ আকর্ষণ করে না। যে পথ হবে পরকালের পথ। আল্লাহর রাসূলের দেখানো পথ। আম’রা সেখান থেকে ভ্রষ্ট হয়ে কী’ভাবে সহায়-সম্পদ, টাকা-পয়সা অর্জন করব, কী’ভাবে দু’র্নীতি করে বাড়ি-গাড়ি ইত্যাদি করব তা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। যেভাবেই হোক আমাদের এখান থেকে ফিরে আসতে হবে হবে।

Close