খেলাধুলা
নিষিদ্ধ হচ্ছেন মেহেদী হাসান রানা

বাংলাদেশ জাতীয় দলের এক নির্বাচকের বি’রুদ্ধে টাল-বাহানার অ’ভিযোগ করে গত ১১ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন মেহেদী হাসান রানা। বাঁহাতি এই পেসার অবশ্য স্ট্যাটাস দিয়ে স্থির থাকতে পারেননি। দ্রুতই সেই স্ট্যাটাস মুছে ফেলেছিলেন তিনি। কিন্তু ততক্ষণে বিষয়টি ছড়িয়ে পড়েছে সর্বত্র। দৃষ্টিগোচর হয়েছে নির্বাচকদের, বিসিবির শীর্ষ ক’র্তাদেরও।
এই কা’ন্ডের জন্য এক মাসের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন রানা। বিসিবির এক কর্মক’র্তা আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলছেন রানা। এই নিষেধাজ্ঞার ফলে জাতীয় লিগ থেকে সরে যেতে হবে তাকে।
এ বিষয়ে বিসিবির ওই কর্মক’র্তা বলেছেন, ‘সে (রানা) নিজের ভুল স্বীকার করেছে। এবং তাই আম’রা তাকে এক মাসের জন্য নিষিদ্ধ করছি।’
এদিকে রানা স্ট্যাটাস দিয়ে অ’ভিযোগ করেছেন যে, জাতীয় দলের এক নির্বাচক তাকে ভা’রত সফরের ‘এ’ দলের ক্যাম্পে যোগ দিতে বলেছেন। পরে যদিও তাকে দলে নেয়া হয়নি। ২৫ বছর বয়সী এই পেসারের আর ফোন কলও ধরেননি ওই নির্বাচক। ফেসবুক থেকে দ্রুত স্ট্যাটাস সরিয়েছেন রানা।
কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি তার। এমনকি পরে ভুলঃবশত এমন স্ট্যাটাস গেছে, যা তিনি জানতেন না বলেও স্ট্যাটাস দিয়েছেন। পরে বিসিবির ক’র্তারা তাকে ডেকে পাঠিয়েছিলেন। রানা ব্যাখ্যাও দিয়েছেন নিজের অবস্থানের। এবং ভুল মেনে নিয়েছেন। জাতীয় লিগ থেকে সরে দাঁড়াতে হলেও রানা বিপিএল খেলতে পারবেন।