বিনোদন

পূজা বাদে সবাই গেলেন আ’মেরিকায়

গত দুই দশক ধরে যু’ক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে আসছে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’। সেই ধারাবাহিকতায় ১৬ অক্টোবর যু’ক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স জ্যামাইকার অ্যামাজুরা হলে বসছে এবারের আসর। এবারের আসরের জন্য যারা চূড়ান্ত ছিলেন তাদের মধ্যে শাকিব খান ও পূজা চেরি ছাড়া প্রায় সবাই উড়াল দিয়েছেন যু’ক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে।

চঞ্চল চৌধুরী, মেহ’জাবীন চৌধুরী, তানজিন তিশা, তাহসান খান, তাসনিয়া ফারিণ ও শাহনাজ খুশির, জিয়াউল হক পলা’শ, ফারিয়া শাহরীন যু’ক্তরাষ্ট্রে গিয়েছেন।

সেখানে পৌঁছানের পর তারকাদের রেডকার্পেট সংবর্ধনা দেয় আয়োজকরা, তাতে বাহারি গাউন পরে মেহ’জাবীন, তিশা, ফারিণ, ফারিয়া শাহরীনদের লালগালিচায় হাঁটতে দেখা গেছে। বক্তব্য দিতে দেখা গেছেন চঞ্চল, খুশি ও ইমনদেরও।

এই অনুষ্ঠানে যোগ দিয়ে মেহ’জাবীন বলেন, ‌‘দুই দশক ধরে এই আয়োজনের মাধ্যমে আমাদের সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটানো হচ্ছে। আমি চাই এটি আরও একশ বছর চলুক।’

অনুষ্ঠানটি আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে শো টাইম মিউজিক-এর প্রধান আলমগীর খান আলম বলেন, ‘দর্শকের কথা বিবেচনা করে এবারের আসর হচ্ছে সবচেয়ে বড় পরিসরে। জ্যামাইকার আমাজুরা হলের সুবিশাল অডিটোরিয়ামে আম’রা আয়োজনটি করছি। বাংলাদেশ ও বহির্বিশ্ব মিলিয়ে প্রায় ৩০ জন তারকা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এরমধ্যে অন্যতম বলিউডের নার্গিস ফাখরি।’

আয়োজনে এবারেই প্রথম বাংলাদেশিদের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলিউড অ’ভিনেত্রী নার্গিস ফাখরি।

Close