বিনোদন
মিথিলা ও বাঁধনকে নিয়ে যা বললেন জয়া

বাংলাদেশের মতো ওপার বাংলায়ও সমানতা’লে জনপ্রিয় অ’ভিনেত্রী জয়া আহসান। এবার তার সেই পথেই হাঁটছেন দেশের আরেক জনপ্রিয় অ’ভিনেত্রী আজমেরি হক বাঁধন। সৃজিত মুখার্জির প্রথম ওয়েব সিরিজে ডাক পড়েছে তার। যার নাম ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’। অন্যদিকে মডেল অ’ভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলারও টালিউডে অ’ভিষেকের খবর প্রকাশ্যে এসেছে।






নতুন করে বাংলাদেশের এই দুই অ’ভিনেত্রীর ওপার বাংলায় অ’ভিনয় প্রসঙ্গে আনন্দবাজার ডিজিটালের সঙ্গে কথা বলেছেন জয়া আহসান।
তিনি বলেন, আমা’র তো খুব আনন্দ হচ্ছে। আর প্রতিযোগিতা হিসেবে ভাবলে, সুস্থ প্রতিযোগিতা থাকা তো ভালোই।
‘আমা’র মতে, শিল্পের কোনো সীমা’রেখা থাকা উচিত নয়। আদানপ্রদান তো শিল্পীদের মাধ্যমেই হয়। আমি চাইব আরও বেশি মানুষ বাংলাদেশ থেকে কলকাতায় গিয়ে কাজ করুক।’
জয়ার ভাষ্য, শুধু অ’ভিনেতা-অ’ভিনেত্রীই নন, পরিচালকরাও কলকাতায় যাক। সেখানে গিয়ে ছবি তৈরি করুক। এতে তার দল ভা’রী হবে বৈকি।