জাতীয়

মাশরাফির ব্যক্তিগত অর্থে ৩৪ এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ

নড়াইল-২ আসনের এমপি ও ওয়ানডে ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ব্যক্তিগত টাকায় নড়াইলের লোহাগড়া উপজেলার ৩৪টি এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ সব এতিমখানার তত্ত্বাবধায়কদের কাছে এ খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

মাশরাফি ঢাকায় থাকার কারণে তার পক্ষে এগুলো বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, সহ-সভাপতি একেএম ফয়জুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক এ এম আব্দুল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন প্রমুখ।

বলিউড সুপারস্টার আমির খান বহু বছর ধরে চলচ্চিত্র অঙ্গনে প্রতিভার দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। তাঁর মানবিক দিকটিও অনেকেরই জানা। সম্প্রতি অন্তর্জালে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে, বেশ চমকপ্রদ পদ্ধতিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থসাহায্য করেছেন আমির খান। ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, একটি টিকটক ভিডিওতে দাবি করা হয়, দুস্থদের সহায়তা করতে আমির আটার ব্যাগভর্তি একটি ট্রাক পাঠান। এতে বলা হয়, ওই ট্রাকটি ২৩ এপ্রিল দিল্লির একটি অনুন্নত অঞ্চলে গিয়ে পৌঁছায়। ট্রাকটি এক কিলোগ্রামের আটার প্যাকেটে ভর্তি ছিল।

Close