জাতীয়
কঠোর অবস্থানে প্রশাসন, শুরু হয়েছে শাস্তি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতা বাড়াতে এবার কঠোর অবস্থানে প্রশাসন। বুধবার (২৫ মার্চ) বিকেল থেকে রাজবাড়ী জেলার প্রতিটি পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়াও রাজবাড়ীতে মোতায়েন করা হয়েছে ১০ প্লাটুন সেনাবাহিনীর সদস্য। ওষুধ ও কাঁচাবাজার ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।
বুধবার বিকেলে মোড়ে মোড়ে অবস্থানরত পুলিশ সদস্যদের কড়া অবস্থানে দেখা গেছে। এ সময় মাস্ক না থাকায় অনেককে কান ধরে উঠবস করানো হয়। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন জানান, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতামূলক অনেক কিছু করা হয়েছে।.. এখন জাতীয় স্বার্থে কঠোর না হয়ে উপায় নেই।
উল্লেখ্য, মঙ্গলবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনার সংক্রমণ প্রতিরোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন, যাত্রীবাহী লঞ্চ, যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।’ তবে, ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।